বরিশালে যাত্রীবাহী লঞ্চে থেকে ইয়াবা-চোলাই মদ উদ্ধার
ajkalerbarta
Jun 16, 2019 - 00:07
Updated: Jun 16, 2019 - 00:07
বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (১৫ জুন) সকালে বন্দর (সাহেবের হাট) থানার চরমোনাই এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বরিশাল নদী বন্দর থেকে বাহেরচরগামী এমএল হায়াত লঞ্চে তল্লাশি চালিয়ে একটি আমের ঝুড়ির ভেতর পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামাল বাংলানিউজকে জানান, মাদকদ্রব্যগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।