বরিশালে রথযাত্রার রথ পথে নামেনি

বরিশালে রথযাত্রার রথ পথে নামেনি

করোনার প্রোকোপে হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব রথযাত্রায় তেমন কোন আয়োজন পথে দেখা যায়নি বরিশাল নগরীতে। সরকারের ঘোষিত লকডাউনকে স্বাগতম জানিয়ে রথযাত্রার উৎসব স্থাগিত করেছে বিভিন্ন মন্দিরের কতৃপক্ষবৃন্দ। তবে প্রতিবছরের মত মন্দির গুলো উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উদযাপন না করতে পারলেও মন্দিরে মন্দিরে প্রাথন ও পূজা অর্চনা করা হয়। এছাড়া গতবছরও করোনার কারনে এ উৎসব বড় করে উদযাপন করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষজন। 

সোমবার (১২ জুলাই) সরজমিনে, বরিশালে লকডাউন থাকার জন্য বরিশাল নগরীর ইসকন মন্দির, সদর রোড জগন্নাথ মন্দির, হাটখোলা  হরি মন্দির, চকবাজার মদনমোহন আকড়া, বাজার রোড রাধাগোবিন্দ জিউ মন্দির এসব কোন মন্দির থেকে জগন্নাথ এর রথযাত্রা উৎসবে বরিশাল নগরীর  রাস্তা-ঘাটে কোন শোভাযাত্র ও রথ নিয়ে নামতে দেখা যায়নি। গতকাল রথযাত্রা শুরু হয়ে উল্টো রথযাত্রা মঙ্গলবার। 

এদিকে বরিশাল নগরীতে ইসকন মন্দিরের এই উৎসব বড় করে আয়োজন করলেও এবছর তারা মন্দির আঙ্গিনায় মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় নিয়ম অনুসারে পুরোহিত পূজাঅর্চনা করেন।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের আনন্দের অন্যতম পবিত্র একটি ধর্মোৎসব রথযাত্রা। বাংলাদেশেও এই উৎসব পালিত হয়ে আসছে বহুকাল থেকে। এই উৎসব অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে। পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন ঘটে। পুরীতে রয়েছে জগন্নাথ বলরাম শুভ্রদার দারুমূর্তি। কিন্তু ধর্মমতে জগন্নাথ বিশ্ব প্রতিপালক বিষ্ণুর অবতার। হলধারী বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা ও সুভ্রদা তাদের ভগ্নী। রথটানা হয় এই ত্রিমূর্তিকে নিয়ে।