বরিশালে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের সিকদার বাড়ির সামনে থেকে একশত পিচ ইয়াবি ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ মোঃ আলামিন হাওলাদার (২৭)কে আটক করে।
আটক আলামিন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের ছেলে বলে বিষয়টি র্যাব নিশ্চিত করেন।
আজ বুধবার (৫ই) মে সকাল সাড়ে ১১টায় বরিশাল রুপাতলীস্থ র্যাব হেডকোয়াটার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার র্যাবের সোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিকালে উপজেলার ভূতের দিয়া গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের সামনে মাদক বেচা-কেনা হচ্ছে বলে সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টাকালে র্যাবের সদস্যরা ঘেড়াও করে এক ব্যাক্তিকে আটক করে। আটকের পর তার পরিচয় জানতে চাইলে সে নিজের পরিচয় র্যাবের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে আটক আলামিনের কাছ খেকে একশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধাবর করা হয়। একই সময় তার ব্যবহত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এব্যাপারে র্যাবের ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।