বরিশালে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শুক্রবার সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহসভাপতি মো. হোসেন চৌধুরী, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রয়া ত্রিপুরা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসেন আহাম্মেদসহ জেলার ১০ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।