বরিশালে সাকিব আল হাসানকে দেখতে ভক্তদের ভিড়

বরিশালে সাকিব আল হাসানকে দেখতে ভক্তদের ভিড়

বরিশালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একনজর দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় ক্রিকেটারকে দেখতে পেরে উচ্ছসিত তারা। ক্রিকেট ভক্তরা বলেন, সাকিবকে সব সময় টিভির পর্দায় দেখেছেন। আজ সরাসরি সাকিবকে দেখতে পেরে উজ্জীবীত হয়েছেন তারা। 

আজ সকাল ১০টায় ঢাকা থেকে হেকিপ্টারযোগে বরিশালের গৌরনদী উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হন সাকিব আল হাসান। এসময় ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে ক্রিকট বক্ত ছাড়াও সর্বস্তরের মানুষে ভিড় জমে স্কুল মাঠে। হেলিকপ্টর থেকে নেমে সাকিব হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে গাড়িযোগে চলে যান গৌরনদী উপজেলার সুন্দরদি গ্রামে একটি হাসপাতালে। এই হাসপাতাল উদ্বোধন করতে আসেন বিশে^র অন্যতম অলডাউন্ডার সাকিব আল হাসান। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টাযোগে ঢাকায় ফিরে যান।

ক্রিকেট ভক্ত ও সাকিব হাল হাসানের ভক্তরা বলেন, সাকিব বাংলাদেশের গর্ব। তিনি প্রথম বরিশালের গৌরনদীতে এসেছে। তাকে একনজর দেখতে পাওয়া ভাগ্যের বিষয়। তাকে সরাসরি দেখার জন্যই এসেছেন তারা।

অলরাউন্ডার এই ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান বলেন, মানুষের সাথে ইণ্টারাক্ট করার সুযোগ সেভাবে হয় না। আজ সেটা হয়েছে, সেজন্য খুব ভালো লাগছে। তবে বরিশালে খুব একটা আসা হয় না। কারণ, বরিশালে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, ডমেস্টিক ম্যাচও হয় না। তাই বরিশালে আসা হয় না। আজ একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। বরিশালবাসীসহ গোটা দেশ আমাদের সাপোর্ট করে। আগামীতেও তারা আমদের সাপোর্ট করবে।
ক্রিকেট নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে এই অলরাউ-ার বলেন, আপাতত স্বপ্ন ওয়াল্ড কাপ ও এশিয়া কাপ। আগামীতে যে ওয়াল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে সেখানে ভালো করবো ইনশাল্লাহ।
ভবিষ্যমে ক্রিকেট নিয়ে কিংবা মানুষের জন্য কি করার পরিকল্পা আছে জানতে চাইরে সাকিব বরেন, ঢাকাতে আমার একাডেমি আছে। সবারই তো ইচ্ছা থাকে ভবিষ্যতে কিছু একটা করা, তবে সেটা আপতত নয়, সেটা ভবিষ্যতে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দেয়া চাইলেন সাকিব।

সুন্দরদী গ্রামের প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতলের প্রতিষ্ঠাতা বলেন, সাকিবের একটি ফাউ-েশেন আছে। আজ তিনি আমাদের হাসপাতালের  উদ্বোধন এবং রোগীদের মাঝে বিনামূলে ওষুধ সরবারাহ করার জন্য এসেছেন।