বরিশালে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড

বরিশালে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ আফালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র রাজিব মোল্লা হত্যা এবং হত্যার পর লাশ গোপন করার মামলায় রাজিব হাওলাদার নামে এক ব্যক্তিকে দণ্ডবিধির পৃথক দুটি ধারায় ১৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব হাওলাদার ওই উপজেলার আফালকাঠির জসিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নিহত রাজিব মোল্লাও একই এলাকার নজরুল মোল্লার ছেলে। বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর একই এলাকার কাঠমিস্ত্রি নজরুল মোল্লার মেঝ ছেলে রাজিব মোল্লা বাউফলে তার নানা বাড়ি বেড়াতে যায়। ওইদিন বিকেলে রাজিব তার নানা বাড়ি থেকে নগদ ২ হাজার ৭শ’ টাকা, পিঠা ও আমড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে পথিমধ্যে নিখোঁজ হয়। পরদিন ২৩ সেপ্টেম্বর পূর্ব আফালকাঠি কানাই সিকদারের বাড়ির সামনের ডোবা থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ। কোনো সন্দেহ না হওয়ায় স্বজনরা রাজিবের মরদেহ দাফন সম্পন্ন করেন। পরে রাজিবের বাবা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে হত্যা করে লাশ গোপন করতে ডোবায় ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় রাজিব হাওলাদার ও ইমরান হাওলাদারকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল মোল্লা। ২০০৩ সাালের ৪ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসএই কায়কোবাদ এজাহারনামীয় আসামি রাজিব হাওলাদারকে অভিযুক্ত করে এবং ইমরানকে অব্যাহতি দিয়ে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।