বরিশালে ১০০ করোনা রোগীকে বিএনপি’র ওষুধ সামগ্রী প্রদান

বরিশালে ১০০ করোনা রোগীকে বিএনপি’র ওষুধ সামগ্রী প্রদান

বরিশালে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্তদের স্বজনদের কাছে এই ওষুধ সামগ্রী তুলে দেয়া হয়। 

মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে ওষুধ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু ও সৈয়দ আহসানুল কবির হাসান, নুরুল আলম ফরিদ এবং যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরসহ অন্যান্য উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী করোনা আক্রান্ত রোগীদের স্বজনদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেন বিএনপি নেতারা। 
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রথমদিন করোনায় আক্রান্ত ১শ’ রোগীর স্বজনদের হাতে ওষুধ তুলে দেয়া হয়। বিএনপি’র এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।