বরিশালে ২০০ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে পুষ্টি উপকরণ বিতরণ

বরিশাল সদর উপজেলার উপজেলায় ২০০ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে পুষ্টি উপকরণ বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে বরিশাল সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল ১১টায় আলোচনা সভা এবং দুস্থ নারী ও পুরুষের মাঝে পুষ্টি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি উপকরণ বিতরণ করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বরিশাল সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারমোঃ মেহেদী হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথিকা সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান সন্মামতসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।