বরিশালে ২০০ মন জাটকা জব্দ

বরিশালে ২০০ মন জাটকা জব্দ

বরিশালে ৩টি বাস থেকে ২০০ মন জাঁটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টায় দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহি পরিবহন থেকে ওই জাঁটকা জব্দ করা হয়। 

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন জানান, জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলকায় অভিযান চালানো হয়। এসময় ব্যাপারী পরিবহন, চেয়াম্যান পরিবহন ও ডলফিন পরিবহনে অভিযান চালিয়ে ককশিটের বাক্সবন্দি ২০০ মন জাটকা জব্দ করা হয়। তবে জাঁটকার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এদিকে গতকাল বেলা সাড়ে ১২টায় আটককৃত ঝাটকা ইলিশ গুলো নৌ বন্দর থানায় এনে নগরীর বিভিন্ন মাদ্রাসা. এতিমখানা সহ দুস্থমানুষের মাঝে বিতরণ করা হয়।