বরিশালে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

বরিশালে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন হয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জিলা স্কুল মাঠে স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় জেলা প্রশাসন বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বিশিস্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক-প্রশাসনিক-সামাজিক নেতৃবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সায়ন্তী রাখীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
আগামী ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যায় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বছরের শেষ দিন বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগীতা, বিকেল ৪ টায় চিত্রাংকন, সন্ধ্যা ৬টায় উপস্থিত বক্তৃতা এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা জানুয়ারী বিকেল ৪টায় সৃজনশীল নবীন ও প্রবীন কবি, লেখক ও সাহিত্যক সমাবেশ, বিকেল ৫টায় কবিতা পাঠ, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ জানুয়ারী সমাপনী দিন বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ##