বরিশালে ৫ দফা দাবি আদায়ে গ্রাম পুলিশের সমাবেশ

বরিশালে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তি করন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বরিশাল শাখা। রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় বরিশালের অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি শাজাহান সরদার এর সভাপতিত্বে জাতীয় করণের অন্তর্ভুক্তি করন, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা করন, এককালীন অবসর ভাতা ৭ লাখ ও ৮ লাখ টাকা প্রদান, কেন্দ্রীয় অধিদপ্তর গঠন ও কল্যাণ তহবিল গঠন করার দাবি জানান বক্তারা।
এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভুবেন্দ্র নাথ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী, জহিরুল ইসলাম, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য-সচিব মনিষা চক্রবর্তী প্রমুখ।