বরিশালে ৯.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড, রাতেও অব্যাহত

বরিশালে সন্ধ্য থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। রাত ৯ পর্যন্ত বরিশালে ৯.৬ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে। রাত ১০.৪২ মিনিটে দৈনিক ভোরের আলোকে এসব তথ্য জানান বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজারুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল ৬টা থেকে রাত ৯ পর্যন্ত বরিশালে ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে সাড়া দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ২৮.৭ এবং সর্বোচ্ছ ৩১.৬ রেকর্ড করা হয়েছে।’
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রব্ল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষার্ধ্বে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।