বরিশালে ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ আগষ্ট বিকেলে নগর ভবন চত্ত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগ সভাপতি গাজী নাঈমুল হোসেন লিটু ও আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।