বরিশাল নগরীতে লকডাউনেও রাস্তায় জ্যাম

বরিশালে ‘লকডাউনের’ মধ্যেও ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। বরিশাল নগরীর বাজার রোড এলাকায় ওই টাফিকজ্যাম সৃষ্টি হয়। যানবাহন এবং জনগণের অধিক চলাচলের কারণে কিছুক্ষণ পরপর সৃষ্টি হয় এই অবস্থার।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাজার রোডে স্বাভাবিক সময়ের পরিস্থিতি দেখা যায়। অন্যান্য সড়ক এবং এলাকাগুলোতও প্রায় একই চিত্র দেখা গেছে।
লকডাউনের ১৩তম দিন গতকাল শনিবার পহেলা রমজানের সকালে নগরীর বিভিন্ন এলাকায় মুদী দোকান, কাঁচাবাজার, মাছ বাজার, মাংশের বাজার, ফল বাজারে অনেক ক্রেতা সমাগম হয়েছে। তাদের বেশীরভাগই রমজান কেন্দ্রীক কেনাকাটা করতে এসেছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন রাস্তাঘাটে গতকাল অনেক মানুষ এবং ব্যক্তিগত ও হালকা যান চলাচল করতে দেখা গেছে।
তবে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সড়ক মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় যান আটকে দিচ্ছেস। রাস্তায় বের হওয়া অনেককেই জিজ্ঞাসাবাদের আওতায় আনছে তারা।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান করোনা ভাইরাস এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। লকডাউন বাস্তবায়নে প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।