বরিশাল নগরীতে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা প্রদান শুরু আগামীকাল

বরিশাল নগরীতে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা প্রদান আগামীকাল শুরু।
বৃহস্পতিবার ২৫ আগষ্ট থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দান।
সকাল ১১ টায় বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের তিলক কলাডেমা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকা দানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
বরিশাল সিটি কর্পোরেশন এ কর্মসূচি তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।দেশের শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি করা কোভিড টিকা এনেছে সরকার। তবে এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে। এর আগে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
সরকার গত এপ্রিল মাসেই ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির সম্পন্ন হয়েছে। দেশে এই বয়সি শিশুদের অনুমিত সংখ্যা ২ কোটি ২০ লাখ।