বরিশাল নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশাল নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশাল নগরে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে শুভেচ্ছা ফুডসের প্রোপাইটর আরিফুর রহমানকে ৫ হাজার টাকা, মোসলেম বেকারির প্রোপাইটর রাশেদ হোসেনকে ৮ হাজার টাকা, জাহান স্টোরের প্রেপাইটর মো মনিরুজ্জামান দুলালকে এক হাজার টাকা, তানভীর কপি হাউজের প্রোপাইটর আলী হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা নেতৃত্ব দেন।