বরিশাল প্রেসক্লাব নির্বাচন চলছে

বরিশাল প্রেসক্লাব নির্বাচন চলছে

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন-২০২১ আজ চলছে। ১৭ পদের বিপরীতে দুটি প্যানেলর ৩২ জন এবং প্যানেলে-এর বাইরে ৩ জন প্রার্থী নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদন্দ্বিতা করবেন মোট ৩৫ জন প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ৭৯ জন।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শুরু হয় রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। নির্বাচনে তিনজন নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি ও দৈনিক বরিশাল ভোরের আলোর সম্পাদক, সাইফু রহমান মিরন। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক ও সংস্কৃতিজন দেবাশীষ চক্রবর্তী । দৈনিক কালের কন্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম পদতাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে প্যানেলের বাইরে প্রার্থী হিসেবে সভাপতি পদে লরবে দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। সহ-সভাপতি পদে মনিরুল আলম স্বপন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান, রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনে দুটি প্যানেলের ১৭টি পদে প্যানেলভুক্ত হয়ে নির্বাচন করছেন মানবেন্দ্র বটব্যাল ও এসএম জাকির প্যানেল। সভাপতি পদে দৈনিক সংবাদ এর প্রতিনিধি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সম্পাদকের পদে দৈনিক মতবাদ এর সম্পাদক এসএম জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলে সহ-সভাপতি পদে সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি এবং দৈনিক প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন, সহ-সম্পাদক পদে দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার এম. জহির, কোষাধ্যক্ষ পদে একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে দৈনিক মতবাদ এর বার্তা সম্পাদক মো. রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কে.এম নয়ন, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক দখিনের মুখ পত্রিকার বার্তা সম্পাদক আরিফিন তুষার এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে রয়েছেন, দৈনিক আজকের বার্তার তপংকর চক্রবর্তী, বরিশাল প্রতিদিনের কমল সেন গুপ্ত, ফোকাস বাংলার মিজানুর রহমান, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী, দৈনিক মতবাদ এর প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া, দৈনিক সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেল এবং দৈনিক সাহসী বার্তার সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মুরাদ আহমেদ ও কাজী মিরাজ প্যানেলে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তর মধ্যে সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও মতবাদের উপদেষ্টা সম্পাদক মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদকের পদে আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। প্যানেলে সহ-সভাপতি পদে আজকের বার্তার এমএম আমজাদ হোসাইন এবং বরিশাল প্রতিদিনের সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সহ-সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আযাদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে বরিশাল প্রতিদিনের জিয়া শাহিন, পাঠাগার সম্পাদক পদে আজকের পরিবর্তনের সাইদ মেমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাইসুল ইসলাম অভি, ক্রীড়া সম্পাদক পদে সাইয়েদ কাজল এবং দপ্তর সম্পাদক পদে সময়ের বার্তার সম্পাদক এম. লোকমান হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে অ্যাডভোকেট এস.এম ইকবাল, বিপ্লবি বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আজকের পরিবর্তনের সৈয়দ দুলাল, ডেইলি অবজারভার পত্রিকার অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান ও জাগো নারীর সম্পাদক গোপাল সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ বলেন, ‘দাখিলকৃত ৩৫ জন প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আশাকরি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’