বরিশাল বিভাগে ১৫ দিনে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

বরিশাল বিভাগে ১৫ দিনে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রথম পাক্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোট ৮ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে বাজার তদারকির সংখ্যা ছিল ৬০টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৮টি, অভিযোগ ১টি এবং জরিমানা আদায় করা হয়েছে- অভিযোগের ভিত্তিতে ৫০ হাজার টাকা এবং বাজার তদারকিতে ৮ লাখ ২৩ হাজার টাকা। এই জরিমানার মধ্য থেকে যিনি অভিযোগ করেছিলেন তিনি ৫০ হাজার টাকার ২৫ পার্সেন্টে পেয়েছেন সাড়ে ১২ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সোমবার (১৭ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

১৫ দিনে বরিশাল বিভাগীয় কার্যলয়ের বাজার তদারকির সংখ্যা ২২টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬টি, অভিযোগ রয়েছে ১ টি। জরিমানা আদায় করা হয়েছে- তদারকি এবং অভিযোগ মিলিয়ে ২ লাখ ৬৯ হাজার টাকা।

বরিশাল জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৯টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি, এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা। পটুয়াখালী জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৫টি। বাজার তদারকিতে ১০টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৫৭ হাজার টাকা।

ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি। আর জরিমানা আদায় করা হয়েছে ৭০ হাজার টাকা। বরগুনা জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৮৯ হাজার টাকা জরিমানা আদায়।

পিরোজপুর জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। ৬৭ হাজার টাকা জরিমানা করা হয় ১৮টি প্রতিষ্ঠান থেকে। ঝালকাঠি জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়ে ১ লাখ ১৬ হাজার টাকা।

এসব অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। তবে জনস্বার্থে বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী।