বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের প্রচারণায় ছাত্রলীগের হামলার পর সংগঠনের মহানগর শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে এ পদক্ষেপ নেয়া হয়।
বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারণায় যাওয়ার সময় তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহানগর শাখা ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার বিকেলে তাদের আদালতে আনা হলে বিচারক বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারদের মধ্যে আছেন মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না ও তার ভাই নাদিম, মান্নার সহযোগী কাশিপুর এলাকার পারভেজ হাওলাদার, বঙ্গবন্ধু কলোনী এলাকার শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, রাসেদ হাওলাদার, আল আমিন হাওলাদার ও মোঃ নান্টু।