বরিশাল মহানগর বিএনপির ৬ ওয়ার্ডে আহবায়ক কমিটি অনুমোদন

বরিশাল মহানগর বিএনপির ৬ ওয়ার্ডে আহবায়ক কমিটি অনুমোদন

বরিশাল মহানগর বিএনপির আরও ৬টি ওয়ার্ডে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত সোমবার রাতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের অনুমোদিত কমিটি ঘোষণা দেয়া হয়। তবে অনুমোদিত ওই কমিটিতে সাক্ষর নেই সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুলের। ঘোষিত কমিটি নিয়ে আপত্তি তুলেছেন ৬ জন যুগ্ম আহবায়ক। 

মো. কাজী গোলাম হায়দার মামুনকে আহবায়ক ও মো. খালেদুল ইসলাম ইমনকে সদস্য সচিব করে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির ২৭ সদস্যের কমিটি, মো. সাঈদকে আহবায়ক ও মো. মুজিবুর রহমান স্বপন তালুকদারকে সদস্য সচিব করে ২২ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের, মো. সাজ্জাদ হোসেনকে আহবায়ক ও মো. কামাল হাওলাদারকে সদস্য সচিব করে ২৩ নম্বর ওয়ার্ডে ২৫ সদস্যের, নওশাদ আহম্মেদ নান্টুকে আহবায়ক ও রিয়াজুর রহমান রিয়াজকে সদস্য সচিব করে ২৪ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের কমিটি, মো. নুরুজ্জামান দোলনকে আহবায়ক ও মো. নুরে আলম খানকে সদস্য সচিব করে ২৫ নম্বর ওয়ার্ডে ২৫ সদস্যের এবং মো. নাসির উদ্দিনকে আহবায়ক ও মো. আরিফুর রহমান স্বপনকে সদস্য সচিব করে ২৭ নম্বর ওয়ার্ডে ২৭ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেন আহবায়ক ও সদস্য সচিব। 

ঘোষিত কমিটি নিয়ে আপত্তির কথা জানিয়ে এ বিষয়ে কেন্দ্রে অবহিত করার কথা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কেএম শহীদুল্লাহ সহিদসহ অন্যান্যরা। 

তবে সাবেক ছাত্রনেতা এবং গ্রহনযোগ্যদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন কমিটি মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির।