বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। গতকাল সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৩১ জন ডেঙ্গু রোগী। এর আগের দিন চিকিৎসাধীন ছিল ১৪২ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিল ৩২ জন।
গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ১৩১ জনের মধ্যে পুরুষ ৬৩জন, নারী ৪২ জন এবং ২৬ জন শিশু। বিগত ২৪ ঘন্টায় ভর্তি ২৬ জনের মধ্যে পুরুষ ১০জন, নারী ১২ এবং শিশু ৪ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করা ৩৭ জনের মধ্যে পুরুষ ১৩জন, নারী ১৪জন এবং শিশু ১০ জন।
গত ১৬ জুলাই থেকে গতকাল সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯২ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭শ’ ৫৫জন। এই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন ডেঙ্গু রোগী।
এছাড়া ইতিপূর্বে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ বরিশাল বিভাগে এ পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।