পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর এর আইন শৃংঙ্খলা, যানবাহনের শৃংঙ্খলা, বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার বেলা ১১টায় নগর ভবন সভা কক্ষে বরিশাল সিটি করপোরেশনের এর আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতেই আলোচকবৃন্দ নগরীর অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ও প্রাকৃতিক দুর্যোগ ফনি মোকাবেলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্র গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ বাড়ি ফেরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সকল খুচরা বিক্রেতার নিকট পন্য ক্রয়ের রশিদ রাখা এবং মৌসুমী ব্যবসায়ীরা যাতে অতি মুনাফা বা কালোবাজারি করতে না পারে সেই বিষয়ে আইনশৃংঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন আলোচকরা। বাজার নিয়ন্ত্রণে নির্বাহী মেজিস্ট্রেটের মাধ্যমে সমন্বিতভাবে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মতবিনিময় সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেন, এই শহর আমার, আর বরিশালবাসী আমার পরিবার। সকল কাজে সবার সমন্বয়ে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করাই আমাদের কাজ। আমরা একসাথে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বাস্তবায়নে অবশ্যই সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ই সকল উন্নয়ন সম্ভব। জন দুর্ভোগ লাঘবে সমস্যা গুলো চিহ্নিত করে এর সঠিক পদক্ষেপ গ্রহণ করা। এই কাজ করতে পারলেই আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারব। আর এটাই আমাদের লক্ষ। পাশাপাশি নগরীর জনগণকেও সচেতন হয়ে তার পাশে থেকে জনস্বার্থে কাজ করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম বার), জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ডিজিএ্ফআই এর ডিডি কর্নেল জি এম শরিফ আহম্মেদ, র্যাব-৮ এর প্রধান নির্বাহী কর্মকর্তা-আতিকা সুলতানা, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল্লাহ আল বাকির, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান (বিপিএম), উপ পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুইয়া, ডিসি উত্তর জাহাঙ্গীর হোসেন, ডিসি (ট্রাফিক) খাইরুল আলম, ডিসি (এস বি) রায়হান, ৪ থানার ওসি, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।