বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তার পক্ষে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতা আজ বুধবার দুপুর আড়াইটায় মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।  মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, সিনিয়র আইনজীবী কেবিএস আহমেদ কবির, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন সহ অন্যরা খোকন সেরনিয়াবাতের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। 

এ সময় রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরনবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীর উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান মহানগর আওয়ামী লীগ নেতারা। নৌকার প্রার্থী আচরনবিধি মেনে প্রচারনা চালাবেন বলে তিনি জানান। 

ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি বিসিসি নির্বাচনে প্রার্থী ঘোষনা করলেও তারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি এখনও।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।