বরিশাল হাসপাতাল রোডে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির ঘটনায় আসামী গ্রেপ্তার

বরিশাল হাসপাতাল রোডে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির ঘটনায় আসামী গ্রেপ্তার

বরিশাল নগরীর হাসপাতাল রোড ল’ কলেজ এর বিপরীতে ‘স্বর্ণা স্টোর্সে হামলা, দাবীকৃত চাঁদা টাকা না পেয়ে দোকান মালিকের স্ত্রীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসী মো. রিয়াজ হাওলাদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, রিয়াজ হওলাদার এলাকায় সন্ত্রাসী কর্মকা- করে বেড়াতো। সমন্বয় পরিষদের তীব্র নিন্দা।

গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মো. রিয়াজ হওলাদার (৪৩) নেশা করা অবস্থায় বরিশাল ‘ল’ কলেজের এর বিপরিতে ‘স্বর্ণা স্টোর্স’ মুদি দোকানে এসে ৩০০০টাকা চাঁদা দাবি করে। ওই দাবীকৃত চাঁদা টাকা না দেয়ায় দোকানের মালিক নিতাই কুমার কর (৫৫) এবং তার স্ত্রী রেখা রানী করকে মারধর করে এবং পরবর্তীতে শিখা রাণী শ্লিলতাহানি করার হুমকি দেয়। এসময় দোকনের ক্যাশ বাক্স থেকে ৪০০০ টাকা নিয়ে যায়। এসময় হামলায় আহত নিতাই কুমার কর এবং তার স্ত্রী রেখা রানীর ডাকচিৎকারে এলাকাবাসী এসে তোদর উদ্ধর করে হাসপাতালে নিয় যায়। ওই অভিযোগে মঙ্গলবার বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন নিতাই কুমাার কর। এরপরই পুলিশ মো. রিয়াজ হওলাদারকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত মো. রিয়াজ হওলাদার হাসপাতাল রোডের ল’কলেজ এলাকার মৃত. মো. হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে।

নিতাই কুমার করের ভাই মিন্টু কুমার কর ভোরের আলোকে বলেন, মো. রিয়াজ হওলাদার এজন বড় মাপের সন্ত্রাসী। এলাকার সব দোকান থেকে এভাবে চাঁদা আদায় করে। এছাড়া মাদক ব্যবসা ও মাদক সেবন করে। কেউ চাদাঁ টাকা না দিলে এভাবে সবাইকে মারধর করে। রিয়াজ হওলাদারের ভয়ে কেউ মুখ খুলে তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

এদিকে নিতাই কুর কর এবং তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের বিভিন্ন সংগঠন ঘটনার নিন্দা এবং অভিযুক্ত রিয়াজ হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।