বলিউড অভিনেতার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

বলিউড অভিনেতা এবং ফিটনেস আইকন সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাহিল। তবে এ ঘোষণার পর থেকেই সাহিলকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়।
সাহিল ইনস্টাগ্রামে লেখেন, "গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমার স্ত্রী মিলেনা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই সুন্দর যাত্রার জন্য! আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের দোয়া কবুল করুন।"
এই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, "আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসেন, তবে ধর্ম পরিবর্তনের প্রয়োজন কী? আপনিও কি ওর ধর্ম গ্রহণ করতে পারতেন না?" অন্য একজন লেখেন, "বিয়ের পর ধর্ম পরিবর্তন কেন জরুরি? ভালোবাসা কি ধর্মের ঊর্ধ্বে নয়?"
সাহিল খানের স্ত্রী মিলেনা তার চেয়ে ২৬ বছরের ছোট। ২০২৪ সালে যখন তারা বিয়ে করেন, তখন মিলেনার বয়স ছিল মাত্র ২১। বর্তমানে তার বয়স ২২। এটি সাহিলের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে নিগার খানের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল। তবে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।
২০০১ সালে "স্টাইল" ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাহিল। এরপর "এক্সকিউজ মি" ছবিতে কাজ করেন। তবে অভিনয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ না করায় তিনি বলিউড ছেড়ে ফিটনেস জগতে প্রবেশ করেন। বর্তমানে তিনি একটি জিমের মালিক এবং তার "ডিভাইন নিউট্রিশন" নামে একটি সফল ব্যবসাও পরিচালনা করছেন।
সাহিল এবং মিলেনার নতুন এই যাত্রা তাদের জীবনে সুখ এবং শান্তি বয়ে আনুক, এমনটাই প্রার্থনা করছেন তাদের অনুরাগীরা।