বাংলাদেশে মুক্তির অপেক্ষায় দেবের ছবি

বাংলাদেশে মুক্তির অপেক্ষায় দেবের ছবি
২৮ জুন বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ভারতীয় বাংলা ছবি ‘ভোকাট্টা’। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আমদানি করা হয়েছিল।। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি বাংলাদেশে আমদানি করেছিল শাপলা মিডিয়া। তবে ছবিটি বাংলাদেশের হলে চললেও আশানুরূপ ব্যবসা করেনি। বলা যায় দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে আমদানি ছবি থেকে। তা সত্ত্বেও আমদানিকারক সংস্থা আরেকটি ছবি মুক্তি দিতে যাচ্ছে। ১২ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত চলচ্চিত্র ‘কিডন্যাপ’। অর্ধ শতাধিক হলে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। রাজা চন্দ পরিচালিত ছবিটিতে জুটি অভিনয় করেছেন দেব ও রুক্মিণী। নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটি নির্মিত হয়েছে। মুখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা–জল খেয়ে নেমে পড়েন। কিন্তু একসময় তিনিও নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামেন দেব। উল্লেখ্য, ‘কিডন্যাপ’ ছবিটি ভারতে মুক্তি পায় গত ঈদে। ছবিতে দেব–রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী । ছবিটি প্রযোজনা করেছেন দেব নিজেই