বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ হচ্ছে না

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ হচ্ছে না

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এদিকে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান। তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে তাদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে।

নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের কারণে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে। এ অবস্থায় বাংলাদেশ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে এর আগে জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।