বাকেরগঞ্জে গাঁজাসহ নারী আটক

বাকেরগঞ্জে গাঁজাসহ নারী আটক

বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম চরামদ্দি গ্রাম থেকে শিউলি বেগম নামে এক নারীকে ৮৯০ গ্রাম গাঁজা সহ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)বিকেলে শিউলী বেগমকে তার নিজ বসত ঘর থেকে আটক করে তারা।

বৃহস্পতিবার  রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিউলীর ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮।

এ সময় র‌্যাব সদস্যরা তার ঘর তল্লাশি করে ৮৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।