বাকেরগঞ্জে দেড় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বাকেরগঞ্জে দেড় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে করোনাকালীন কর্মহীন অসহায়-দুঃস্থ দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা (ত্রাণ) বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক নেতা অহিদুল ইসলাম রুবেলের ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ সহায়তা দেয়া হয়। 

গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই ত্রাণ বিতরণ করা হয়।

দেড়শ’ জনের প্রতিজনকে ৪ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম ছোলা বুট সহায়তা দেয়া হয়। 

এ সময় সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম রুবেল ছাড়াও স্থানীয় সমাজ সেবক ফজলুর রহমান এবং মো. নুরুল ইসলাম সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।