বাকেরগঞ্জে বিরোধের জের ভাগ্নে নিহত,মেহেন্দিগঞ্জে হামলায় আহত কিশোরের মৃত্যু

বাকেরগঞ্জে বিরোধের জের ভাগ্নে নিহত,মেহেন্দিগঞ্জে হামলায় আহত কিশোরের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে আপাং তালুকদারকে (৪০) এক যুবককে রাস্তা থেকে ধরে নিয়ে ঘরে আটকে সাবলসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামাদের বিরুদ্ধে। আপাং-এর সৎ মামা রাসেল চৌকিদার, আরফি চৌকিদার, রাজিব চৌকিদার ও কবির চৌকিদারের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।


 রোববার সকাল ৮টার দিকে হামলায় আহত যুবক আপাং তালুকদারকে (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপাং তালুকদার (৪০) কবাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে।
অন্যদিকে বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার রতনপুর গ্রামের ২দিন আগে ক্ষেতের পাট গরুতে খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কিশোর সৌরভ খাঁ (১৫) মারা গেছে। গতকাল রোববার মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য ২জনের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। 

বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের বাসিনআরা জানান, জমি নিয়ে সৎ মামাদের সঙ্গে আপাং তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গতকাল রোববার সকাল ৮টার দিকে আপাং শিয়ালঘুনির নিজ বাড়ি থেকে সৎ মামাদের বাড়ির পাশ দিয়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন। এ সময় সৎ মামা রাসেল চৌকিদার, আরফি চৌকিদার, রাজিব চৌকিদার ও কবির চৌকিদার সহ অন্যান্যরা আপাংকে কৌশলে ডেকে ঘওে নিয়ে যায়। সেখানে জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে আপাংকে সাবল দিয়ে উপর্যপুরি কুপিয়ে এবং টিপিয়ে আহত করে। খবর পেয়ে প্রতিবেশীরা আপাংকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে গত শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার রতনপুর গ্রামে গরুতে ক্ষেতের পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার, রুমি সিকদারসহ অন্যান্যদের হামলায় আহত কিশোর স্থানীয় মাদ্রাসা ছাত্র সৌরভ খাঁ (১৫) গতকাল রোববার সকালে মারা গেছে। নিহত সৌরভ একই এলাকার মনির খা’র ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।

এর আগে গত শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। 
কাজীরহাট থানার ওসি আনিসুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার নিহতের মামা জলিল সিকদারের দায়েরকৃত হামলা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। 

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পৃথক দুই হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান চলছে। এসব ঘটনায় পৃথক মামলা দায়েরসহ আসামীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।