বানারীপাড়ায় এমপি রুবিনা মিরার পক্ষে সোলার বিতরণ

বানারীপাড়ায় এমপি রুবিনা মিরার পক্ষে সোলার বিতরণ


বরিশালের বানারীপাড়ায় সৈয়দ রুবিনা আক্তার মিরার পক্ষ থেকে সোলার(সৌর বিদ্যুৎ) বিতরন করা হয়েছে।”শেখ হাসিনার উপহার,সুবিধা বঞ্চিত মানুষের ঘরে ঘরে সোলার’’ এরই ধারাবাহিকতায় বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গরীবের এমপি খ্যাত সৈয়দ রুবিনা আক্তার মিরার উদ্যোগে এ উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের আঃ হক বেপারী,অবনি রঞ্জন খয়রাতি,মোক্তার আলী হাওলাদার,মমতাজ বেগম,মিলন মোল্লা,মোস্তফা কামাল, রুহল আমীন সহ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রবিবার সোলার (সৌর বিদ্যুৎ) প্রদান করা হয়। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রাজুর তত্ত্বাবধানে সোলার বিতরনকালে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বেপারী,যুবলীগ নেতা মোঃ স্বপন মাঝী সহ স্থানীয় নেতৃবৃন্দ।