বান্দরবানে সাতজন তামাকচাষী ও শ্রমিককে অপহরণ

বান্দরবানে সাতজন তামাকচাষী ও শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামায় সাতজন তামাকচাষী ও শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসী বাহিনী।

মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- খামারের মালিক মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, লুলাইন খালের তীরবর্তী এলাকায় কাজ করতে গিয়ে একদল পাহাড়ি সন্ত্রাসী খামার বাড়িতে হামলা চালিয়ে ওই সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের তামাক খেতে কাজে নিযুক্ত ছিলেন।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে। তবে দুর্গম এলাকার কারণে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহদাৎ হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে।