বাসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বাসদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বরিশাল জলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা বাসদ সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক শানু আক্তার, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম,  জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ। 

সমাবেশ শেষে সদর রোড থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশাল বর্ণাঢ্য লাল পতাকা শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।