বাস থেকে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
আটক সাথি আক্তার (২২) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন উত্তর দূর্গাপূর ইউনিয়নের আড়াইওড়া বেরিবাধ এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের স্বাধীনতা পার্কের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামক বাসে তল্লাশি চালিয়ে সাথি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ ও পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্য থেকে মোট ৫টি প্যাকেটে ২ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।