বিএনপির দেড় শতাধিক নেতা জামিন নিতে হাইকোর্টে

বিএনপির দেড় শতাধিক নেতা জামিন নিতে হাইকোর্টে

রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী। 

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এসব মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। এদিন বিকালে রাজধানীর ৯টি স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।


ভোরের আলো/ভিঅ/১৮/২০২০