বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ: বিচারকাজ থেকে বিরত ১১ বিচারপতির ভবিষ্যৎ কী?

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ: বিচারকাজ থেকে বিরত ১১ বিচারপতির ভবিষ্যৎ কী?

প্রধান বিচারপতির আমন্ত্রণ পাওয়া এবং বিচারকাজ থেকে বিরত রাখা ১১ বিচারপতির মধ্যে প্রথম পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারিক রায় ঘোষণা করেছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে, তার আমলে নিয়োগ পাওয়া ৩০ জন হাইকোর্ট বিভাগের বিচারককে "দুর্নীতিবাজ ও দলীয় পক্ষপাতদুষ্ট" বলে আখ্যা দেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। তারা অবিলম্বে এসব বিচারপতির পদত্যাগ বা অপসারণ দাবি করেন।

৭ অক্টোবর: আন্দোলনকারীরা ১৮ অক্টোবরের মধ্যে বিচারকদের পদত্যাগ বা অপসারণের জন্য প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেন।

১৬ অক্টোবর: "দলবাজ" ও "দুর্নীতিবাজ" বিচারকদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও ও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ ও জাতীয় নাগরিক কমিটি-লিগ্যাল উইং।

১৭ অক্টোবর: সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেয় যে, ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ বরাদ্দ না দিয়ে বিচারকাজ থেকে বিরত রাখা হবে।

বিচারপতি এসএম মনিরুজ্জামান

  1. বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান
  2. বিচারপতি শাহেদ নূরউদ্দিন
  3. বিচারপতি মো. আখতারুজ্জামান
  4. বিচারপতি মো. আমিনুল ইসলাম
  5. বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন
  6. বিচারপতি আতাউর রহমান খান
  7. বিচারপতি নাইমা হায়দার
  8. বিচারপতি শেখ হাসান আরিফ
  9. বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার
  10. বিচারপতি আশীষ রঞ্জন দাস
  11. বিচারপতি খিজির হায়াত

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগের পর অন্যান্য বিচারপতির ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে দৃষ্টি রয়েছে সংশ্লিষ্ট মহলের।