বিজয় দিবস উপলক্ষে মঞ্চে ‘বাঘ’

বিজয় দিবস উপলক্ষে দৃশ্যকাব্য মঞ্চে আনছে নতুন নাটক ‘বাঘ’। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে প্রদর্শনী।
এক বন্ধ ঘরে বন্দী দেখা পেয়েছিল এক বাঘের। মাটির নিচের বন্ধ ঘর, সেখানে বাঘের গর্জন শুনতে পায় সে, টের পায় অদৃশ্যে বাঘটার রাজকীয় চলন। ধাঁধা জাগে মনে, জানতে চায় বাঘ-রহস্যের সবটুকু। এমন গল্প উঠে আছে নাটকে। তবে এ গল্পের পেছনে রয়েছে একটি ঘটনা।
শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় সফরে বান্দরবান গিয়েছিলেন। তখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নেতা বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন একটি বাঘের বাচ্চা, যা ঢাকা চিড়িয়াখানাকে দিয়েছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শহীদ হলে সেই বাঘটির ঠাঁই হয় ঢাকা চিড়িয়াখানার মাটির নিচের এক বদ্ধ কারাগারে। বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সইতে হয়েছিল বাঘটিকে। কেন না, বাঘটি ছিল বঙ্গবন্ধুর বাঘ। এমন গল্প লিখেছেন নাসরিন মুস্তাফা, নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এইচ এম মোতালেব, শাকিল আহমেদ, তাসমী চৌধুরী, শুভাশীষ দত্ত তন্ময়, রোমেল শাহ্, সৈয়দ কালিমুল্লাহ, আলিনুর, শরিফুল ইসলাম মামুন ও আল ইমরান।
ভোরের আলো/ভিঅ/১৪/১২/২০২০