বিমানবন্দরে ১৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ স্বপন মাতব্বর নামে সৌদিগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। ১৮ হাজার পিস ইয়াবাসহ শনিবার তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান। তিনি বলেন, আটক ব্যক্তি সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪৯ ফ্লাইটের যাত্রী।
তিনি আরও বলেন, তার ব্যাগ স্ক্যানিং করে ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবা নিয়ে স্বপন সৌদি যেতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।