বিসিএস-এর নির্বাচন ১৬ মার্চ

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের নির্বাচনের বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়। বিসিএস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ বিসিএস’র ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী (কেন্দ্রীয়) ও ৮টি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তালিকা অনুসারে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭টি পদে ১৪ জন, বরিশাল শাখা কমিটির ৭টি পদে ১৪ জন, কুমিল্লা শাখা কমিটির ৭টি পদে ৭ জন, চট্টগ্রামে শাখা কমিটির ৭টি পদে ৯ জন, যশোর শাখা কমিটির ৭টি পদে ১৬ জন, খুলনা শাখা কমিটির ৭টি পদে ১৪ জন, ময়মনসিংহ শাখা কমিটির ৭টি পদে ৭ জন, রাজশাহী শাখা কমিটির ৭টি পদে ৭ জন এবং সিলেট শাখা কমিটির ৭টি পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।
বিসিএস’র কেন্দ্রীয় কমিটির (কার্যনির্বাহী কমিটি) জন্য মনোনয়ন জমা (পরে বৈধ ঘোষিত) দিয়েছেন সুব্রত সরকার (সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনাল), মোহাম্মদ মনিরুল ইসলাম (কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড), ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী (গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি), এসএম ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিস্টেমস), মো. জাবেদুর রহমান শাহীন (ওরিয়েন্ট কম্পিউটারস), মো. আহসানুল ইসলাম (পিসি গার্ডেন), মজহার ইমাম চৌধুরী পিনু (পেরিনিয়াল ইন্টারন্যাশনাল), মোহাম্মদ জহিরুল ইসলাম (স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, কামরুজ্জামান ভূঁইয়া (সাউথ বাংলা কম্পিউটার), মোশারফ হোসেন সুমন (স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড), মো. রাশেদ আলী ভূঁইয়া (স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (টেক হিল) ও মো. নজরুল ইসলাম হাজারী (ওয়েলকিন কম্পিউটার্স)।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। তিন সদস্যের এই নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকমের প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ।