বিসিকে উন্নয়ন কাজে বাধা,প্রশাসনের হস্তক্ষেপে কাজ শুরু

বিসিকে উন্নয়ন কাজে বাধা,প্রশাসনের হস্তক্ষেপে কাজ শুরু

বরিশাল বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে ড্রেন ও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তি সময় প্রশাসনের সহযোগিতায় উন্নয়ন কাজ অব্যাহত আছে।


বুধবার দুপুর দুইটার দিকে শতাধিক মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে নির্মাণ কাজে বাধা দেয় এমন অভিযোগ করেছে বিসিক শিল্প মালিকরা। 
জানা যায়, দুপুর মটরসাইকেলে লাঠিসোটা নিয়ে শতাধিক লোক এসে নির্মাণ শ্রমিকদের হুমকী দেয়। এতে নির্মাণ শ্রমিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
বিসিক বরিশাল এলাকায় অবস্থিত ক্ষুদ্র ও মাঝারী শিল্প মালিকরা জানায়, বিসিকে নানা ধরণের পন্য উৎপাদন করে তা রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের সঙ্গে যুক্ত আছেন তারা। বর্তমানে দেশের অর্থনীতিকে সুদৃঢ় করার নিমিত্তে ক্ষুদ্র ও মাঝারী শিল্প কারখানাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। সেখানের রাস্তা ও ডেন কালভার্টের উন্নয়ন একান্ত জরুরী। এ মুহুর্তে বিসিক শিল্প নগরী রাস্তা ও ড্রেনের উন্নয়ন মূলক কার্য সম্পন্ন না হলে, ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো বর্ষার পানির জন্য জলাবদ্ধতায় পতিত হবে। ফলে প্রতিটি কারখানার উৎপাদনে মারাতœক অসুবিধার সৃষ্টি হবে এবং কারখানার মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন। তারা উন্নয়ন কাজে বাধা দেওয়ার বিষয়টি প্রশানকে অবহিত করেন। জেলা প্রশাসকের নিকট সহায়তা চাওয়া হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি জেনে তাতৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। গতকাল বৃহষ্পতিবার  ৫০ জন পুলিশ সদস্য, ২০ জন ডিবি পুলিশ, র‌্যাব ও ডিজিএফআই এর টহল দল বিসিক এলাকা পরিদর্শন করেন এবং নির্মাণ শ্রমিকদের আশ^স্ত করেন।  নির্মান কার্যটি এখন বেগমান রয়েছে এবং  নির্মাণ  কার্য সম্পন্ন হওয়া পযর্ন্ত প্রশাসন এর এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।