বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চকে চাপা দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওই দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার সকাল ১১টায় বরিশাল নদী বন্দরের সামনে বান্দ রোডে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মইনুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছারুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে ওই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের নদী বিধৌত ১০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।