বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন ববি ছাত্রী, বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন ববি ছাত্রী, বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ভোলা সড়কের মোড়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম (পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর মীমের সহপাঠীসহ শিক্ষার্থীরা রাতে ভিসির কার্যালয় ঘেরাও করেন এবং দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। মীম হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনাটি নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের মাধ্যমে ঘটে, যা কুয়াকাটা থেকে বরিশালগামী ছিল। শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। এ ঘটনার পর পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভ মিছিল চালিয়ে যায় শিক্ষার্থীরা।