বোমার বিস্ফোরণ খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে

বোমার বিস্ফোরণ খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে


খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি আওয়ামী লীগ কার্যালয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কার্যালয়ের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে  অপরিচিত এক যুবক (৩০) একটি বাজারের ব্যাগ নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আসে। এ সময় কার্যালয়ে থাকা ছাত্রলীগ কর্মী সুমনকে বাথরুমে যাওয়ার কথা বলে ব্যাগটি রেখে যায়। রেখে যাওয়ার ১০মিনিট পর ব্যাগে রাখা বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। সুমন কার্যালয়ের এক কোণা থেকে লাফ দিয়ে বেরিয়ে যান। 

বিস্ফোরণের পর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে পুলিশ জানায়। 

খান জাহান আলী থানা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এ কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে বোমা হামলায় সঞ্জিত পাল নিহত ও আহত হন প্রায় ৪০ নেতাকর্মী।