বোরহানউদ্দিনে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত শিশুর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী।
২৬ এপ্রিল রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি এর নির্দেশে করোনা আক্রান্ত রোগীর লকডাউনকৃত পণ্ডিত বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
এতে রয়েছে চাল: ৩০ কেজি, তেল: ৫ কেজি, চিনি: ৫ কেজি, ছোলা: ২ কেজি, মসুর ডাল: ১ কেজি, আলু: ৫ কেজি, সুজি: ১ কেজি, দুধ: ২০০ গ্রাম ও খেজুর: ২৫০ গ্রাম।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার জেলায় ১ম করোনা রোগী হিসেবে এই শিশু কণ্যাটির করোনা পজিটিভ আসে। এতে করে শুক্র ও শনিবার রোগীর নিজ বাড়ি পন্ডিত বাড়ি সহ আশেপাশে এবং উপজেলার আত্মীয় স্বজনদের ৩০ টি বাড়ি লক ডাউন করা হয়।