ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি আদানি ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ড্রোন ভেঙে পড়ল

ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি আদানি 'দৃষ্টি ১০ স্টারলাইনার' ড্রোন পরীক্ষামূলক উড্ডয়ন চলাকালীন ভেঙে পড়েছে। এই ড্রোনটি মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে সক্ষম এবং ৪৫০ কেজি ভার বহনে সক্ষম।
ইসরাইলি প্রযুক্তির মাধ্যমে নির্মিত, ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ভারতীয় নৌবাহিনী নজরদারির জন্য প্রথমবারের মতো ব্যবহার করছে। গত ডিসেম্বরে এ সংস্থার তৈরি আরও একটি ড্রোন ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়।
তবে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় এই ড্রোনটি ভেঙে পড়ার বিষয়টি এখনও আদানি গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এই ড্রোনটির মাধ্যমে গোয়েন্দা তথ্য ও নজরদারির ক্ষমতা বাড়াতে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা।
প্রতিরক্ষা ক্ষেত্রে আগেই পা রাখলেও, এই ঘটনাটি আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।