ভারতে চালু হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন

ভারতে আগামী কয়েকদিনের মধ্যে চালু হতে যাচ্ছে আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আগামী সাত দিনের মধ্যে কার্যকর করা হবে। চার বছরেরও বেশি সময় আগে এই বিতর্কিত আইন ভারতের পার্লামেন্টে পাস হলেও চালু হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এরইমধ্যে ওই আইনের ধারাগুলো তৈরি হয়ে গেছে। এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, লোকসভা ভোটের অনেক আগেই সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
মতুয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা ও কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পর পশ্চিমবঙ্গ ও জাতীয় স্তরের একাধিক বিজেপি নেতাও বলেছেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হয়ে যাবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন, সিএএ চালু করবে সরকার।
এই আইনের ফলে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি ধর্মীয় সহিংসতার কারণে ভারতে এসে থাকে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। ২০১৯ সালে যখন আইনটি পাস করা হয় সে সময়ে ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন বিপুল সংখ্যক নারী ও মুসলিমরা।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম থেকেই বলে আসছেন যে এই রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন কিছুতেই চালু করতে দেবেন না। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের মন্তব্যের পরও সেই একই নীতিতে অনড় থাকবে তৃণমূল কংগ্রেস, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে।