ভারত পাচ্ছে রাশিয়ার এক ডোজের ‘স্পুটনিক লাইট’

ভারত পাচ্ছে রাশিয়ার এক ডোজের ‘স্পুটনিক লাইট’

করোনার সবচেয়ে প্রচলিত যেসব টিকা রয়েছে, তার প্রায় সবক’টিই দুই ডোজের; অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ নেয়ার তিন থেকে চার সপ্তাহ পর নিতে হয় দ্বিতীয় ডোজ।

এবার রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি এর এমন একটি ভার্সন ভারতে আসতে যাচ্ছে, যা এক ডোজই করোনা ঠেকাবে; দ্বিতীয় ডোজ লাগবে না। এটাকে নাম দেয়া হয়েছে ‘স্পুটনিক লাইট।’

এখন পর্যন্ত ভারতে এক ডোজের কোনো টিকার ব্যবহার দেখা যায়নি। মডার্না, ফাইজার বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক-ভি এর মতো টিকাগুলো দুই ডোজে গ্রহণ করতে হয়।

চীনের সিনোফার্মা যে টিকাটি বানিয়েছে, সেই ‘সিনোভ্যাক্স’ও দুই ডোজে পূর্ণ সুরক্ষা দিয়ে থাকে। তবে এক ডোজের টিকা তৈরি নিয়ে শুরু থেকেই গবেষণা ছিল।

এনডিটিভির খবরে বলা হয়, এক ডোজের স্পুটনিক-ভি ভারতে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিসিজিআই) বিশেষজ্ঞ কমিটি এ অনুমোদন দেয়।

গত বছর হায়দারাবাদভিত্তিক ড. রেড্ডি ল্যাবরেটরিজ স্পুটনিক লাইট এর তৃতীয় দফা ট্রায়াল পরিচালনা করতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল। এরই ভিত্তিতে তারা এবার অনুমোদনটি পেল।