ভাষাসৈনিক জাকারিয়া খান চৌধুরী আর নেই

দৈনিক মানবকণ্ঠের প্রকাশক ও ভাষাসৈনিক, কবি, গবেষক ও মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা কবি জাকারিয়া খান চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাকারিয়া চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সত্মুখা চৌধুরীবাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী জাকারিয়া চৌধুরীর বাবা ইয়াইয়া চৌধুরী ছিলেন পাকিস্তান সরকারের ডেপুটি ম্যাজিট্রেট। দেশ স্বাধীনের পর তিনি কুষ্টিয়া মহাকুমারের প্রশাসক ছিলেন।