ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-তামিমদের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-তামিমদের শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে পালিত হচ্ছে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষা বাংলা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ তাদের স্মরণ করলেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা।

ভাষা শহীদদের স্মরণে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা। ছবিসহ এক স্ট্যাটাসে অলরাউন্ডার সাকিব লিখেছেন- “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাঁদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।”

মুশফিকুর রহিম লিখেছেন- “আমি বাংলায় কথা বলি…আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।”

তামিম ইকবাল লিখেছেন- “সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।”

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”- ফেসবুকে লিখেছেন তাসকিন আহমেদ।

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া সৌম্য সরকার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাঁদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।

On behalf of the entire nation, I thank all the fearless soldiers for giving us the opportunity to express ourselves in this soulful language. This International Mother Language Day, accentuate the love for Bangla Language and the love within the people of this nation.

#SAH75 #InternationalMotherLanguageDay

21K

1.8K

702