ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশাল মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশাল মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের কর্মীর জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার এমন শ্লোাগান দিয়ে বিবিরপুকুর পাড়ে দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হতে থাকে।

শনিবার সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় ওয়ার্ড আওয়ামী লীগসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বক্তব্য না দিলেও সভা শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তিনি। 
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী সভাপতি এডভোকেট একে এম জাহাঙ্গীর বলেন আমরা জেগে আছি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে এ মৌলবাদ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, ভাস্কর্য ভাঙার মূল উষ্কানিদাতা হচ্ছে একাত্তরের ঘাতক বিএনপি জামাত। তাদের বিরুদ্ধে আমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের আঁধারে ওই ভাস্কর্যের একাংশ এবং পুরো মুখম-ল ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।

সারা দেশে ভাষ্কর্য ও মূর্তি ইস্যুতে ধর্ম ভিত্তিক দল দলগুলো কোন অবস্থাতেই ভাস্কর্য নির্মাণ করতে দেয়া হবে না ঘোষণা দেয়। অপরদিকে আওয়ামী লীগসহ প্রগতিশীলদের দাবি যে কোন মূল্যে তৈরি হবে জাতির জনকের ভাস্কর্য।